॥ স্টাফ রিপোর্টার ॥
বিএনপির চেয়্যারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে আবারো সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা।
জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো), এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার, মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক ফনিন্দ্র চাকামা। এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার জরুরী সুচিকিৎসা প্রয়োজন। দেশের জনগণ যখন বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, তখন এই সরকার আইনের দোহায় দিয়ে তাকে অন্তরীণ করে রেখেছে। ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারায় সুনির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া কে সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছেনা। গায়ের জোরে এই সরকার তিলে তিলে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় আওয়ামীলীগ সরকারকে নিতে হবে। বক্তারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের দাবি জানান।