খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

506

p......7

স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে মামলায় সমন জারি করার প্রতিবাদে বুধবার রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে রাঙামাটি দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েম বলেন, সারা বাংলাদেশে বিএনপি,র সকল নেতৃবৃন্দদের মিথ্যা মামলা দিয়ে নানা ভাবে হয়রানির শিকার করছে। বিএনপি,র চেয়ারপার্সন বেগম খালেদাকেও মিথ্যা মামলায় সমন জারি করছে। এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বাংলাদেশের জনগণ এবং বিএনপি,র  সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দগণ র্দুবার আন্দোলন গড়ে তুলবে। তিনি আরো বলেন, সরকারের কাছে আমার আবেদন,গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিনে তত্ত্বাধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই এবং আমাদের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এসময় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েম, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন ও আনোয়ার হোসেন এবং জেলা- উপেেজলার সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান