॥ স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে জেলার সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায়- উপস্থিত ছিলেন
সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সহ জেলা, কলেজ, পৌর, ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।