খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

111

॥ স্টাফ রিপোর্টার ॥

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সু-স্বাস্থ্য কামনায় এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের একটি এতিম খানায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।