গণহত্যা ও স্বাধীনতা দিবস ঘিরে শিশু একাডেমি

82

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আগামী ২৫ মার্চ ও ২৬ মার্চ ২০২৪ইং ২ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচীর মধ্যে- ২৫ মার্চ সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতাঃ ‘ক’ বিভাগ, নার্সারী থেকে ৩য় শ্রেণি, বিষয়ঃ ইচ্ছামতো। ‘খ’ বিভাগ, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, বিষয়ঃ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। ‘গ’ বিভাগঃ ৭ম থেকে ১০ম শ্রেণি, বিষয়ঃ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করতে পারবে, বিষয়ঃ ইচ্ছামতো।

দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতাঃ ‘ক’ বিভাগ, ২য় ও ৩য় শ্রেণি, বিষয়ঃ দেশাত্ববোধক গান। ‘খ’ বিভাগ, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, বিষয়ঃ দেশাত্ববোধক গান। ‘গ’ বিভাগ, ৭ম থেকে ১০ম শ্রেণি, দেশাত্ববোধক গান।
তবলা প্রতিযোগিতাঃ ‘ক’ বিভাগ, ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি। ‘খ’ বিভাগ, ৭ম থেকে ১০ শ্রেণি।

বিঃদ্রঃ প্রতিযোগিতায় কাগজ কর্তৃপক্ষ সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে

এবং প্রতিযোগিতার স্থলে কমপক্ষে ১০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। ২৬শে মার্চ সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।