মেহেদী ইমাম
রাঙামাটির নানিয়ারচর থেকে গাজাঁসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার ১৪মাইল এলাকা থেকে ৪০০গ্রাম গাঁজাসহ লিটন চাকমা ওরফে বিন্দু চাকমা (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে মাদক ব্যবসা করে না বলে জানায় সে। পরে শরীরে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১০০ (এগারো শত) টাকা পাওয়া যায়।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, লিটন চাকমা নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা রুজু করে ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।