গাজর প্রতীকের সমর্থনে শান্তিনগরে জামালের প্রচারণা

531

॥ স্টাফ রিপোর্টার ॥
প্রতীক বরাদ্দ পাওয়ার পর সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমেছেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন প্রচার প্রচারণা শুরু করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিনগরে জনসংযোগ করেন জামাল উদ্দীন। এসময় সমর্থকরা গাজর মার্কার সমর্থনে শ্লোগান ধরতে থাকে।

জনগণের উদ্দেশ্য জামাল উদ্দীন বলেন- আপনারা আমাকে যদি আবার সেবা করার সুযোগ দেন তবে আমি যেভাবে গত ৫ বছর সুখে-দুঃখে পাশে থেকে সেবা করেছি সেভাবে পাশে থেকে সেবা করে যাব। এলাকার অবকাঠামো উন্নয়নের যেসব কাজ বাকি আছে তা সম্পন্ন করবো। পৌরসভার উন্নয়নের মাধ্যমে ৭নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।