গুইমারায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

259

p.....9

খাগড়াছড়ি প্রতিনিধি- ৫ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন ইন্দ্রমনি কার্বরী পাড়া থেকে বৃহস্পতিবার একটি এলজি ও ৪ রাউন্ড গুলিসহ  সুমন চাকমা (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সে লক্ষীছড়ি উপজেলার দুল¬াতলি গ্রামের সুজন চাকমার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাফ জোন কমান্ডার ল্যাপ্টেন: আবদুর রহমানের নেতৃত্বে  সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে গুইমারা উপজেলার ইন্দ্রমনি কার্বরী পাড়া থেকে একটি এলজি ও ৪ রাউন্ড গুলিসহ  সুমন চাকমা (১৯ কে আটক করে। পরে অস্ত্রসহ  সুমন চাকমাকে গুইমারা থানা পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: ইয়াছিন জানান,এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান