গোধারপাড় চেক পোস্টে চোলাই মদসহ আটক ২

394

॥ কাউখালী প্রতিনিধি ॥

রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া গোধার পাড় ফরেনার চেক পোষ্টে পায়ে হেটে পার হওয়ার সময় কাউখালী থানা পুলিশ দেহ তল্লাশী করে দেশীয় তৈরী চোলাই মদসহ ২জনকে আটক করেছে। সোমবার বিকাল ৩টার তাদের আটক করা হয়।

কাউখালী থানা সুত্রে জানা যায় কাউখালী থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেতবুনিয়া গোধারপাড় ফরেনার চেক পোষ্ট অতিক্রমকালে দুই নারী পুরুষ কে দেশীয় তৈরী ১৬ লিটার চোলাই মদ সহ (যাহার আনুমানিক বাজার মুল্য আটহাজার টাকা) দেহ তল্লাশী করে আটক করেন। আটককৃতরা হলেন ১.মো. ইকবাল হোসেন ভুইয়া (২১) পিতা মিজান ভুইয়া। ২.তানজিনা আক্তার প্রকাশ তানজু(১৮) স্বামী, মো.ইকবাল হোসেন উভয় সাং দৌলতপুর, নাঙলকোট,জেলা কুমিল্লা। বর্তমান ঠিকানা সাং হাজিপাড়া,থানা-ডবলমুরিং, জেলা চট্টগ্রাম বলে জানান।

আটকৃতরা জানান তারা দির্ঘদিন যাবত এইভাবে অবৈধভাবে দেশীয় তৈরী চোলাই মদের ব্যবসা করে আসছিলেন এবং আটককৃত চোলাই মদগুলি চট্টগ্রাম শহরে বিক্রি করার উদ্ধেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ব্যপারে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই মো. আব্দুল মান্নান বাদি হয়ে একটি মামলা রুজু করেন। কাউখালী থানার মামলা নং ০৬/০৬,তাং ২৪.০১.২২ইং। আটককৃতদের আগামীকাল মঙলবার রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হবে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।