॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে গোলসাছড়ি বন বিহারে ৩য় বারের মতো মাসব্যাপী আকাশ প্রদীপ উত্তোলন ও প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সমাপনী দিনে এলাকাবাসীর আয়োজনে বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ পূজা, সীবলী পূজা, আকাশ প্রদীপ দান, ৮৪হাজার বাতি দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, বেতছড়ি ধর্মোদয় বন বিহারের অধ্যক্ষ ধর্মতিলোক মহাস্থবির, কৌশাম্বীনগর বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাচার স্থবির, গোলসাছড়ি বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধালংকার স্থবির।
এসময় বিহার পরিচালনা কমিটির সভাপতি বিপুল চাকমার সভাপতিত্বে প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল কর্মকার, ইউপি সদস্য আব্দুল সালাম হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় পূণ্য সঞ্চয় করতে আসা দায়ক-দায়িকাদের মাঝে রাঙামাটি ২৯৯নং আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দীপংকর তালুকদার এর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন প্রধান পূণ্যার্থী ইলিপন চাকমা। বিকেলে ৮৪হাজার মোমবাতি প্রজ্জলন করা হয়।