গ্যাস চালিত গণপরিবহণের বিষয় সিদ্ধান্ত ছাড়ািই আন্ত:জলো ও দূরপাল্লার রুটে ডিজেল চালতি বাস ও মনিবিাসরে ভাড়া পুনঃনর্ধিারণ: সর্বনিম্ন ভাড়া ৮ থেকে ১০ টাকা।

503
রাজধানীর ‘বিআরটিএ’ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বৈঠক। ছবি- পিআইডি
রাজধানীর ‘বিআরটিএ’ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বৈঠক। ছবি- পিআইডি
রাজধানীর ‘বিআরটিএ’ ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বৈঠক। ছবি- পিআইডি

৭ নভেম্বর, ২০২১ (রবিবার), ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।

তথ্য সূত্র পিআইডি: দেশের সাধারণ জনগণকে বোকা বানিয়ে গ্যাস চালিত গণপরিবহণের বিষয় সিদ্ধান্ত ছাড়ািই আন্ত:জেলা ও দূরপাল্লার রুটে ডিজেল চালিত বাস ও মিনিবাস চলাচলের ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১.৮০ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেল চালিত বাস চলাচলের ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া ২.১৫ টাকা এবং মিনিবাস চলাচলের ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া ২.০৫ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা।

ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ২.০৫ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে।

পেট্রোল, অকটেন ও গ্যাস চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। জনস্বার্থে জারিকৃত এ ভাড়ার হার আগামীকাল ৮ নভেম্বর ২০২১ হতে কার্যকর হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনমূলে আজ এ সিদ্ধান্ত জানানো হয়। তবে গ্যাস চালিত প্রায় ৮০% ভাগ গণপরিবহণে বর্ধিত এ ভাড়া নেয়া হলে সে ক্ষেত্রে কোনো কর্যকর ব্যবস্থা নেয়া হবে কিনা সে বিষয় কোনো প্রজ্ঞপণ জারি করা হয়নি। ফলে সাধারণ যাত্রীদের অনাকাংখিত ভাবে গুনতে হবে অতিরিক্ত ভাড়া।

সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙাাটি।