গ্রেনেড হামলার প্রতিবাদে রাজস্থলীতে আ’লীগের আলোচনা সভা

335

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার হ্নারা মুখ পাড়া দলীয় কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন নেতারা।

রাজস্থলী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, দিলীপ দাশ, মিঠুল দে, ইদ্রিস মিয়াসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।