ঘাগড়া হতে অবৈধ মদসহ সিএনজি অটোরিক্সা আটক

221

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার ঘাগড়া কাঠালতলী এলাকা হতে গতকাল বুধবার দুপুরে পুলিশ পরিত্যক্তবস্থায় ছোলাই মদ ও ১ টি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। কাউখালী থানার পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ আজ বুধবার দুপুরে ২ টার সময় ঘাগড়া ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় সিএনজি অটোরিকশা করে ছোলাইমদ পাচারের জন্য কয়েকজন লোক প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পারেন। পুলিশের এসআই মোঃ শামিম ও এএসআই মো নজরুল ইসলাম সংগীয় ফোর্স সহ ঘটনাস্থলে যাওয়ার পর পাচারকারী চক্র পুলিশ আসতে দেখে ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যান বলে জানা যায়।

পরে পুলিশ পরিত্যক্তবস্থায় ১৪০ লিটার বাংলা ( ছোলাই মদ) ও ১ টি পরিত্যক্ত সিএনজি অটোরিকশা উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে আসেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এসএম শহিদুল ইসলাম জানান। বিষয় টি আইন গতভাবে দেখা হচ্ছে বলেও তিনি জানান।