॥ স্টাফ রিপোর্টার ॥
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর দেশব্যাপী সকল জেলা-উপজেলায় উদযাপিত হবে চতূর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস। দিবসটি ঘিরে রাঙামাটি জেলায় মূল প্রতিপাদ্যের উপর আলোচনা ছাড়াও রচনা এবং ডিজিটাল বাংলাদেশ বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
রোববার জেলাপ্রশাসক কার্যালয়ে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়। রচনা প্রতিযোগীতায় ৬ষ্ট থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। বিষয় ‘ডিজিটাল বাংলাদেশ’ আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রচনা জমা জেলাপ্রশাসক কার্যালয়ের আইসিটি বিভাগে৮ ডিসেম্বরের মধ্যে সরাসরি অথবা অনলাইনে জমা দেওয়া যাবে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
দিবসটি উপলক্ষে ১২ ডিসেম্বর রাঙামাটিতে আলোচনা সভা ছাড়াও জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে জেলা প্রশসন। ওইদিন সকাল সাড়ে ৭টায় আইসিটি বিভাগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ১০টায় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিকালে হবে ডিজিটাল বাংলাদেশ দিবস প্রতিপাদ্য নির্ভর জাতীয় সেমিনার। রাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে প্রধান অতিথি ও কি-নোট স্পিকার হিসেবে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এদিকে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে অনলাইনে। কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। এতে প্রথম তিনজনকে ল্যাপটপ পুরস্কার প্রদান করা হবে।