চন্দ্রঘোনায় অস্ত্রসহ আটক-১

383

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বন্দুকসহ একজন সন্ত্রাসীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টায় চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের দূর্গম মইদং পাড়ায়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহফুজের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকষ দল ওইদিন সন্ধ্যায় থানাধীন রাইখালী ইউনিয়নের মইদং পাড়ার চিসামং মারমার বাড়িতে বিশেষ অভিযান চালায়।

এসময় আনুমং মারমা (৩২) কে আটকসহ তার বাড়ি থেকে বন্দুক সাদৃশ্য ১টি ওয়ান শুটার গান জব্দ করে। আটক আনুমং একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন।