॥ অর্ণব মল্লিক, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রেস্ট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বুধবার বেলা ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ফটকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই রেস্ট হাউজের নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদেরর সাবেক সদস্য থোয়াইচিং মং মারমা, রুবায়েত আকতার আহমেদ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষকলীগ নেতা নুর উল্লা ভূঁইয়া, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান শ্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জীত তনচংগ্যা, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আ’লীগ নেতা আক্তার হোসেন মিলন, কাজী মাকসুদুর রহমান বাবুল, মোঃ ইলিয়াছ মিয়া, কামরুল ইসলাম, ইউছুফ তালুকদার, কাপ্তাই উপজেলা যুবলীগ নেতা মোঃ শাহাজাহান, তানভীর আহমেদ সিদ্দিকী, উপজেলা কৃষকলীগ নেতা মোঃ শামসুদ্দীন, সুধীর তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ফজলুল কাদের মানিক, উপজেলা ছাত্রলীগ নেতা এম নুর উদ্দীন সুমন, আলিব রেজা লিমনসহ বিপুল সংখ্যক কাপ্তাই উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বোর্ডের বাস্তবায়নে কর্ণফুলী নালন্দা বিহারের “গন্ধ কুটির” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।