চন্দ্রঘোনায় সেনা অভিযানে ইয়াবাসহ আটক-১

509
 কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের আওতাধীন বাঙালহালিয়া সেনা ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে শনিবার (৭ মে)। চন্দ্রঘোনা থানার বাঙালহালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম অংসিনু মারমা (৩২)। সে রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সঙ্গীয় সেনা সদস্যরা চন্দ্রঘোনা থানার বাঙালহালিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে।
এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইতিপূর্বে সে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন পিসিজেএসএসর (মূল) সক্রিয় সদস্য ছিল বলে সূত্রে নিশ্চিত করেছে। সে ইয়াবা ব্যবসায় জড়িত বলে স্বীকার করে।
চন্দ্রঘোনার থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন এবং বিক্রির সাথে জড়িত। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।