চন্দ্রঘোনায় হাসপাতাল দিবস উপলক্ষে আনন্দ র‍্যালী

346

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের হাসপাতাল দিবস উপলক্ষে শনিবার এক আনন্দ র‌্যালী বের করা হয়।

বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্র সহকারে হাসপাতাল প্রাঙ্গণ হতে শুরু হওয়া আনন্দ র‌্যালীটি দোভাষী বাজার, লিচুবাগান, কাপ্তাই সড়ক, কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

এসময় হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, সহকারী পরিচালক ডা: বিলিয়ম এ সাংমা, কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্বাস্থ্য কর্মীরা আনন্দ র‌্যালীতে অংশ নেয়।