॥ স্টাফ রিপোর্টার ॥
হোমিও মেডিসিনের উপর গবেষণাপত্র প্রকাশ করে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছেন চন্দ্রঘোনার দুই হোমিও গবেষক। চন্দ্রঘোনার বাসিন্দা ডাঃ অশ্রু কনা চৌধুরী ও ডাঃ মো.মাজহারুল ইসলাম যৌথভাবে করা এই গবেষণার বিষয়বন্তু ছিল ‘নারীদের ওভারিয়ান সিস্ট চিকিৎসায় হোমিওপ্যাথি ঔষধ ‘পালসেটিলার’ ম্যাজিক কার্যকারিতা’। গবেষণা পত্রের সার সংক্ষেপ ভারতের বিখ্যাত চিকিৎসা জার্নাল “ইন্ডিয়ান জার্নাল অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন’ এ প্রকাশিত হলে তা আন্তর্জাতিকভাবে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। তারা দুজনই চট্টগ্রামে কাজ করেন।
চন্দ্রঘোনার বাসিন্দা ডাঃ অশ্রু কনা চৌধুরী বর্তমানে ডাঃ জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম এ ২০ বছর যাবৎ শিক্ষকতায় কর্মরত রয়েছেন এবং ২৫ বছর
যাবৎ চট্টগ্রামের চকবাজার কাপাসগোলায় রানী হোমিও ফার্মেসী ও চন্দ্রঘোনা দোভাষী বাজারে মায়া হোমিও ফার্মেসীর মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
এদিকে ডাঃ মো.মাজহারুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম মেরিন ফিশারিশ একাডেমির নটিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন এবং সমুদ্র সংক্রান্ত (মেরিন এ্যাফেয়ার্স) বিষয়ে চীনরে একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করছেন। ২০২২ সালে, কোভিড-১৯ এর উপর করা একটি গবেষণাসহ ওই জার্নালে প্রকাশিত এটি তাদের দ্বিতীয় গবেষণাপত্র।
এ বিষয়ে ডাঃ অশ্রু কনা চৌধুরী জানান, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নারীদের হরমোনের ভারসাম্যহীনতা জনিত একটি প্রচলিত রোগ যা বিকল্প চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা পিসিওএসসহ বিভিন্ন জটিল রোগ সম্পূর্ণরূপে এবং স্থায়ীভাবে আরোগ্য সম্ভব। হোমিওপ্যাথি দ্বারা অত্যন্ত কম খরচে এবং কোনরূপ প্বার্শপ্রতিক্রিয়া ছাড়াই চিকিৎসাকার্য পরিচালিত হয়।
ডাঃ মো.মাজহারুল ইসলাম জানান, লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগে মানবদেহের অধিকাংশ রোগ ও রোগপ্রবণতা প্বার্শপ্রতিক্রিয়াহীনভাবে আরোগ্য করা সম্ভব। তাই, হোমিওপ্যাথিক ঔষধের ম্যাজিক কার্যকারিতা এবং যথাযথ কর্তৃপক্ষের দ্বারা হোমিওপ্যথির সাফল্য নিশ্চিত করার জন্য এ ধরনের আরও গবেষণা প্রয়োজন।
গবেষকদ্বয় আশা প্রকাশ করেন,সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের যথেষ্ট ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে হোমিওপ্যাথরা দেশের স্বাস্থ্য সেবায় আরো বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।এবং তারা কতৃপক্ষের নিকট গবেষণা সংক্রান্ত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহবান জানান।
উল্লেখ্য, ডাঃ অশ্রু কনা চৌধুরী এই প্রতিবেদকের মাধ্যমে তার প্রয়াত শ্বশুর বাবা, যিনি আশি নব্বই দশকে চন্দ্রঘোনা,রাঙ্গুনিয়ার জনপ্রিয় হোমিওপ্যাথ ছিলেন, তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন,কেননা শ্বশুরের দেখানো পথেই তার হোমিওপ্যাথিতে আসা।