চারণ সাংবাদিক মকছুদ আহম্মেদকে সংবর্ধনা দিল রাজস্থলী প্রেস ক্লাব

474

॥ আজগর আলী খান ॥

দৈনিক গিরিদর্পণের সম্পাদক চারণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদকে বিরোচিত সংবর্ধনা দিয়েছে রাজস্থলী উপজেলা প্রেসক্লাব। বর্ষিয়ান এই গণমাধ্যম ব্যক্তিত্বের সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এই সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠাসহ দীর্ঘ দিনের রক্তক্ষয়ী সংর্ঘষ বন্ধে জনমত গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন পাহাড়ের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ। তার লিখনির মাধ্যমেই পাহাড়ে শান্তির বাতাবরণ তৈরি হয়। এর রেশ ধরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন করে। শান্তিচুক্তির পর পাহাড়ে যেমন উন্নয়নের ধারা তৈরি হয়েছে তেমনি রক্তের হোলিখেলা থেকে পাহাড়ের মানুষ অনেকটাই মুক্তি পেয়েছে। তাই সাংবাদিকতায় তাঁর একুশে পদক পাওয়া উচিৎ।

রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ ছাদেক সভাপতিত্বে এতে গেষ্ট অব অনার ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাজস্থলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উচসিন মারমা, রাজস্থলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান। অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মফজল আহমেদ খান ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
বক্তব্য পর্বশেষে সংবর্ধিত অতিথিসহ অন্য অতিথিদের হাতে রাজস্থলী প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।