চুক্তির বর্ষপূর্তি ঘিরে রাঙামাটি সেনাজোনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা

694

॥ আলমগীর মানিক ॥
পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে বুধবার (২ ডিসেম্বর) রাঙামাটির কাপ্তাই লেকে মধ্য টিলা থেকে রাঙামাটি শহীদ মিনার ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ, মহিলা নৌকা ও সাম্পান এবং কায়াকের ৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ-সুবিধা দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছেন যাতে আমরা সকলেই শান্তির দ্বারপ্রান্তে উপনীত হতে পারি।” তিনি আশা প্রকাশ করে বলেন, “এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।”

রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহি এই নৌকা বাইচ প্রতিযোগিতায় রাঙামাটি বিজিবি’র সেক্টর কমান্ডর কর্ণেল এ এস ফয়সাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, পৌর মেয়র আকবর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান প্রমুখ ।