চুক্তির বর্ষপূর্তি পালনে জেলা পরিষদের প্রস্তুতি সভা

515

rhdc-30-11-2016
॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ এক প্রস্তুতি সভার আয়োজন করেছে।

বুধবার বিকেলে পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএস জাকির হোসেনের সভাপতিত্বে পার্বত্য চুক্তির বর্ষপূর্তির পালন সম্পের্কে আলোচনা করেন পরিষেদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেমালিয়ান পাংখোয়া, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ। সভায় জানানো হয়, পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ২ ডিসেম্বর পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পার্বত্য চুক্তির ১৯ তম বর্ষ পূর্তি উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।