ছাত্রদল নেত্রীর উপর হামলার প্রতিবাদে কলেজ ছাত্রদলের বিক্ষোভ

157

॥ স্টাফ রিপোর্টার ॥

১৪ জুন চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশ শেষে বাড়ী ফেরার পথে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের উপর ছাত্রলীগের হামলা ও নিপীড়ন এবং পুলিশ কর্তৃক গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিনের নেতৃত্বে শহরের লেকার্স রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কাকলী ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মামুনুর রশীদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম শাকিল, হিসাব বিজ্ঞান বিভাগ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিএসএস কমিটির সিনিয়র সহ সভাপতি সাধন বিকাশ চাকমা, একাদশ দ্বাদশ কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তুষার সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।