॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরফান আলীর পিতা মোহাম্মদ লেদু মিয়া দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভোগার পর শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৩টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা গভীর শোক জানিয়ে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ শোক জানায়। এছাড়াও মরহুমের মৃত্যুতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্টেটাসের মাধ্যমে শোক প্রকাশ করেন।
উল্লেখ্য- মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।