ছাত্রলীগ সভাপতি সুজনের রোগমুক্তি কামনায় দোয়া

349

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯জুন) বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগে উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাঙামাটি জেলা ওলমা লীগের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি।

রাঙামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিমুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মিশু, সহ-সভাপতি কলিম আহম্মেদ, সহ-সভাপতি ফোরকান আহম্মেদ নাফিস, আইন বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাপ্পু, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কাউছারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২২জুন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে গমন করেন। বর্তমানে তিনি ভারতের একটি বেসরকারি হাসপাতালে সফল অপারেশন শেষে চিকিৎসাধীনরত অবস্থায় ভর্তি রয়েছেন।