স্টাফ রিপোর্ট- ৪ এপ্রিল ২০১৭, দৈনিক রাঙামাটি: ছয় দফা দাবি না মানলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বেলা ১২টায় জাজীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউন্সে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুরাদ হোসেন লেমন এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২৪ এপ্রিলের মধ্যে ছয় দফা দাবি না মানলে ২৫ এপ্রিল এক লাখ শিক্ষার্থী রাজপথে বিক্ষোভে নামার কর্মসূচিসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সম্মেলনে সংগঠনের সভাপতি বলেন, সারা দেশের সকল মানুষের উচ্চ শিক্ষার সুযোগ থাকলেও ম্যাটস শিক্ষার্থীর কোন উচ্ছশিক্ষার সুযোগ নেই। এছাড়া ও ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা এগ্রিকালচার, ডিপ্লোমা নার্স’রা দশম গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা অবহেলিত। সারাদেশে ১৬ হাজার বেকার ডিপ্লোমা চিকিৎসক রয়েছে। কমিউনিটি ক্লিনিকে নিয়োগের ক্ষেত্রে অনভিজ্ঞ এইচএসসি পাস শিক্ষার্থীদের নিয়োগ দান করলেও অভিজ্ঞ ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়নি। এছাড়াও গত ১৬ মার্চ ২০১৭ ইং মন্ত্রীপরিষদ এর গেজেড এ ম্যাটসকে প্যারামেডিকেল শিক্ষার মধ্যে অন্তর্ভুক্তি না করার জন্য জোরালো আবেদন জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিম। সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম, সহ সভাপতি অভি, যুগ্নসাধারণ সম্পাদক খন্দকার নাইম , উপদেষ্ঠা ডাঃ আমিনুল ইসল্মা ডাঃ মনিরুল ইসলাম প্রমুখ।
ঘোষিত দাবিগুলো হচ্ছে- ১. বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। ২. মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রকাশিত অতিরিক্ত গেজেটের বি-সেকশনের ৬ ও ৯নং ধারা সংশোধন করতে হবে। ৩. কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশম গ্রেডে নিয়োগ বেসরকারি হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করতে হবে। ৪. ম্যাটস এ ভর্তি যোগ্যতা পুনরায় ৪ পয়েন্টে উন্নীত করতে হবে। ৫. স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করতে হবে। ৬. ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।