জঙ্গি-সন্ত্রাস নির্মূলে আসম আবদুর রবের ঐক্যের ডাক

669

jsd miting
শামীমুল আহসান, ১৪ জুলাই ২০১৬ : আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দলের সভাপতি আসম আবদুর রব দেশের বর্তমান জঙ্গি-সন্ত্রাস নির্মূলে ঐক্যের ডাক দিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ সরকারের প্রশাসনিক শক্তি দিয়ে মোকাবেলা করা সম্বভ নয়। এটি ইতিহাসে প্রমানিত। দুই জোটের ক্ষমতার লড়াইয়ের ফলেই দেশে বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। এ জন্য আমরা সরকারকে জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানিয়েছিলাম। যার মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে উঠতে পারতো। এতে সরকার সাড়া না দিলে আমরা জাতির এই সংকট দুর করতে সরকারকে ছাড়াই জাতীয় কনভেনশন ডাকব। তখন সরকারকে একা হয়ে যেতে হবে।

সমাবেশে যানানো হয়, আজ সাড়া দিন দেশের সর্বত্র জেএসডি এমন সমাবেশ করছে। দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ সমাবেশে আরো বক্তব্য রাখেন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদাউস,শহিদ উদ্দিন মাহমুদ।

সমাবেশ শেষে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে গুলিস্তানে দলের কর্যালয় যান।

ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি ।