জাতীয় শোক দিবস ঘিরে কাপ্তাই প্রেস ক্লাবের আলোচনা সভা

105

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) বিকাল ৩টায় কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ। সভা সঞ্চালনা করেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, নির্বাহী সদস্য অর্ণব মল্লিক। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের কালো রাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং প্রেসক্লাবের উন্নয়নসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।