জাতীয় ক্রীড়া দিবস ঘিরে নানিয়ারচরে আলোচনা ও র‍্যালী

319

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

’’সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কৃতিরাজ খীসা ঝিনুক, উপজেলা ক্রীড়া সম্পাদক রিপদ দাশ ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক মনতোষ দত্তসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জাতীয় পর্যায়ে ও স্বর্ণ পদক প্রাপ্ত খেলোয়াড়দের উপজেলা প্রশাসন এবং পরিষদ থেকে সম্মাননা প্রদানের বিষয়ে আলোকপাত করেন। বক্তব্যে নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এসব খেলোয়াড়দের বিশেষ সম্মাননা প্রদানে উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন।