জাতীয় পর্যায়ে তৃতীয় হলো রাঙামাটির তুহিন

231

॥ স্টাফ রিপোর্টার ॥

৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ এ সারা বাংলাদেশের তুখোড় সব সাইক্লিস্টদের ভীড়ে ৩য় হয় আমাদের তুহিন। সে রাঙামাটি সদর উপজেলা চ্যাম্পিয়ন, চট্টগ্রাম অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করে। রাঙামাটি সাইক্লিস্ট ক্লাবের সদস্য তুহিনের কোচ হিসেবে ছিলেন এশিয়ার সেরা পাওয়ারম্যান রাকিবুল ইসলাম এবং সার্বিক সহযোগীতায় ছিল টিম বিডিসি।

তুহিনের কোচ রাকিবুল ইসলাম বলেন, যদি রাঙামাটি পার্বত্য জেলার এই সুপারকিডস উপজেলা, জেলা, বিভাগ, অঞ্চল পেরিয়ে জাতীয় কম্পিটিশনে জয়ী হতে পারে; শত বাধা, লিমিটেশন পেরিয়ে লক্ষ্যে অবিচল থাকতে পারে। তাহলে এদের দেখভালের দায়িত্ব নিতে হবে শক্ত হাতে। দেখবেন দেশ, উপমহাদেশ পেরিয়ে একদিন বিজয় এনে দিবে আমাদের, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।

তুহিনের বড় ভাই রোবায়েত হাসান বলেন, আমরা আজকে শুধু তুহিনের কথা বলছি কারণ সে বিজয়ী বলে। কিন্তু আমাদের রাঙামাটিতে তুহিন একা নয় তুহিনের মত আরো অনেক চ্যাম্পস আছে। আমরা যদি তাদের সঠিক পরিচর্যা করতে পারি তবে এরা একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবে।সময় এখনই, গাছ কে যদি ছোট থেকে সঠিক পরিচর্যা করা হয় তবে ই সে ভালো ফসল দিবে। তুহিন ছাড়াও রাঙামাটি থেকে উপজেলা এবং চট্টগ্রাম জেলায় রানার্সআপ হয়। উপ-অঞ্চলে গিয়ে ৪র্থ হয়ে বাড়ি ফিরে সে।