স্টাফ রিপোর্ট- ২৭ জুলাই ২০১৭, দৈনিক রাঙামাটি: আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে স্বপ্ন সাজাই সংগঠনের আয়োজনে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মান: অর্জন ও সম্ভাবনা ” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্তু আলোচনায় প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিশিস্ট সাংবাদিক আবু সাইদ, রবীন্দ্র সংগিত শিল্পী চঞ্চল খান, গনমাধ্যম কর্মী সুভাসিংহ রায়, ৭১ টিভির বার্তা সম্পাদক ইসতিয়া রেজা প্রমূখ। ডিজিটাল বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি প্রতিবেদন উপস্থাপন করেন, মানীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম কর্মকর্তা যুগ্নসচিব মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্বপ্ন সাজাই এর সভাপতি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেত্রী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রোকেয়া প্রাচী।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।