স্টাফ রিপোর্টার- ১০ নভেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘বেঙ্গল জাতীয় কংরেস’র ২য় সম্মেলন ২০১৬ আজ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ন্যাপ ভাসানির সভাপতি এম আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাষ্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা দিবসের প্রস্তাবক ও মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক- ডা. শেখ হাবিবুর রহমান, জাগো বাংলাদেশের সভাপতি- মঞ্জুরুল হক সিকদার, জাগো বাংলাদেশ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মহাসচিব- সামসুদ্দিন আজাদ, বিজেসি’র সাংগঠনিক সম্পাদক- কাজী আজাহার আলী, বিজেসি’র ময়মুনশিংহ জেলা সভাপতি- সাংবাদিক আবদুল কুদ্দুস, ন্যাপ সদস্য মোস্তাক আহমেদ, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি- কাজী মাসুদ আহমেদ, শ্রমিক নেতা আবদুল মাহিউদ্দিন, ব্যবসায়ী মুরাদ হোসেন, বিজেসি’র যুগ্ন সাধারণ সম্পাদক- মো. আবুল কাশেম।
বিজেসি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সম্পদের সুষম বন্ঠন, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিগত সরকারগুলো মুক্তিযোদ্ধাদের অবমুল্যায়ন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের রাষ্টীয় পৃষ্ঠপোষকতা দিয়ে মুল্যায়ন করেছের। এ জন্য তাকে সাধুবাদ জানাই।
প্রধান অতিথির বক্তব্যে এম আখতারুজ্জামান বলেন, ‘বেঙ্গল জাতীয় কংগ্রেস’ মুক্তিযুদ্ধের আদর্শের সংগঠন। তাদের আদর্শে আমিও উদ্ভুদ্ধ্য। আপনারা যারা এ সংগঠনের কর্মী হলেন, আপনারা ভয় না পেয়ে সংগঠনের আদর্শে কাজ করবেন। জনগণ আপনাদের বরণ করে নেবে।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান