জাতীয় বিশ্ববিদ্যালয় অযৌক্তিক সিদ্ধান্ত পরিবর্তনের দাবি

296

3

ঢাকা ব্যুরো অফিস, ২ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি  (সংবাদ বিজ্ঞপ্তি) : জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজট দূর করার নামে ক্লাস না করিয়ে, সিলেবাস শেষ না করে, সিলেবাসের বস্তাকে শিক্ষার্থীর ঘাড়ে চাপিয়ে দেয়ার নাম করেছেন পরীক্ষা। ১ম বর্ষ ও ২য় বর্ষে ৬টি করে বিষয়ে ১৮ মাস ও ২২ মাস সময় ক্লাশ নেয়ার কথা। আর এখন ৮টি বিষয়ে মাত্র ৭ মাস, ক্লাশ নিয়ে শিক্ষা ব্যবস্থাকে যেন খেলার মাঠে পরিনত করেছেন।

কর্তৃপক্ষের এই অযৌক্তিক পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ নানা কর্মসূচি পালন করছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ প্রতিটি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ, বদরুন্নেছা কলেজ, আনন্দমোহন কলেজসহ নানা কলেজে কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও ভিক্ষোভ মিছিল করে। কর্তৃপক্ষ, সরকারের লাঠিয়াল বাহিনী পুলিশ দিয়ে নানাভাবে ভয়ভীতি ও বাধা প্রদান করে।

এরই মাঝে কুমিল্লা ভিক্টোরিয়া, নোয়াখালী সরকারি কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, বি এম কলেজ বরিশাল, নওগাঁ সরকারি কলেজ বৃন্দাবন সরকারি কলেজ, চট্টগ্রাম মহিলা কলেজ, বরগুনা সরকারি কলেজসহ দেশের অনেক কলেজ সফলভাবে মানববন্ধন পালিত হয়।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান।