জাতীয় শোক দিবসে রাঙামাটি জেলা আ’লীগের নানা কর্মসূচি

526

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি আ’লীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। এ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাতটার দিকে দলীয় কার্যালয়ে থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালী পরবর্তী  দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, কেন্দ্রীয় আ’লীগের সদস্য দীপংকর তালুকদারসহ দলীয় নেতা-কর্মীরা। পুষ্পমাল্য পরবর্তী দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীপংকর তালুকদার। এতে জেলা আ’লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি রুহুল আমীন, হাজী কামাল উদ্দীন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, দপ্তর সম্পদক রফিক তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু এবং তার পরিবার বর্গের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপরই তোবারক বিতরণ এবং রক্তদান কর্মসূচি পরিচালনা করা হয়।