॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ের আয়োজনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে আড়াই শতাধিক প্রতিযোগির স্বতস্ফূর্ত অংশগ্রহণে ৩টি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হয়। এরপর রচনা প্রতিযোগিতায় ও শিশুদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মিসেস অর্চনা চাকমা জানিয়েছেন- ১৫ই আগস্ট সকাল ০৯ টা ৪৫মিনিটে জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।