জাতীয় শোক দিবস ঘিরে ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা

162

॥ স্টাফ রিপোর্টার ॥

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রাঙামাটি শহরের তবলছড়ি মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

আলোচনা সভায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি জেলার সভাপতি আলহাজ্ব সুলতান কমরুউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রধান উপদেষ্টা ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবুল হাসেম, সংগঠনটির পরিচালক মো. নাসির উদ্দীন, সহ-সভাপতি নাজিম উদ্দীন ও কাজল কান্তি দে। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরিফ জিন্নাহ, যুগ্ম সম্পাদক রবীন্দ্রনাথ মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না, অর্থ-সম্পাদক মো. আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ রানা রুবেল।

উপস্থিত বধির প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় অনুষ্ঠান পরিচালনা করেন- রাঙামাটি বধির স্কুলের প্রধান শিক্ষক ও দোভাষী হাসিনা বেগম।

আলোচনা সভার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অতিথিরা প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।