॥ স্টাফ রিপোর্টার ॥
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেন ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে বিজিবি রোডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদের উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবু হানিফ, ক্লাবটির উপদেষ্টা আবুল হাসেম, ডিয়ার পার্ক মসজিদের খতীব মাওলানা মাজহারুল ইসলাম ক্লাবটির আহ্বায়ক কমিটির সদস্য, সাধারন সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।