জাতীয় শোক দিবস ঘিরে রাবিপ্রবি ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

360

॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মতব্বর।

বিশেষ অতিথি হিসেবে- রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, যুগ্ম-সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, দপ্তর সম্পাদক নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাবিপ্রবি ছাত্রলীগ নেতা আকিব মাহমুদ হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন জাহাঙ্গির আলম অপু।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মুছা মাতব্বর- মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বলেন- রাবিপ্রবি ছাত্রলীগ পরিবার অনেক সুগঠিত ও সংঘবদ্ধ। আমিও শুরু থেকে দীর্ঘ সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। রাবিপ্রবি ছাত্রলীগ শাখা কে আরো বেশি সুসংহত করতে হলে শীঘ্রই ছাত্রলীগের কমিটি প্রয়োজন। ছাত্রলীগের রাজনীতি শিক্ষা ও প্রগতির রাজনীতি। জ্ঞানের আলোয় উজ্জীবিত হয়ে রাবিপ্রবির প্রতিটি ছাত্রলীগ কর্মী আরো বেশি দৃঢ় ও প্রত্যয়ী হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাবিপ্রবি ছাত্রলীগ নেতা মো. আবির চৌধুরী, মো. রিয়াদ তালুকদার, মহিউদ্দিন মুন্না, সজিব কুমার সিংহ, হাসু দেওয়ান, জয়তু বড়ুয়া তুন্না, মো. আব্দুল ওয়াহেদ, আহমেদ রেজা আরিফ, মিজানুর রহমান, সাকলাইন হাসান সোহান, জাকির হোসাইন, আব্দুল আল মামুন মুন্না, অন্তু দে প্রমূখ।