॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
জুরাছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, ছেলে হোক মেয়ে হোক এসব শিশুরা আমাদের আগামীদিনের ভবিষ্যৎ। শিশুরা পরিবার থেকে যা শিক্ষা পাই তা লব্ধ করবে। তাই শিশুদের বেড়ে উঠার ক্ষেত্রে পরিবারের থেকে সঠিক পথে ধাপিত করতে হবে ভবিষ্যতে যেন তারা দেশ এবং জাতির একজন সু নাগরিক হিসেবে গড়ে উঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা প্রত্যেকজন নারীর গর্ভে ধারণ করে জম্ম নিয়েছি। জম্মের পর হইতে শিশু বেড়ে উঠার মূল দায়িত্ব পালন করে একজন মা। তাই একটি শিশুর মায়ের অবদান অতুলনীয় নারী এবং পুরুষ সমঅধিকার হিসেবে পরিবার তথা সমাজে দেখতে হবে। যাহাতে নারীরা কোনক্রমে পিছিয়ে না থাকে সে লক্ষ্য নিয়ে সকলকে কাজ করার অনুরোধ করেন।
তরুণ চাকমা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিটন চাকমা ভাইস চেয়ারম্যান, মিসেস আলপনা চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান, ইমন চাকমা চেয়ারম্যান ১ নং জুরাছড়ি, সন্তোষ বিকাশ চাকমা চেয়ারম্যান ২ নং বনযোগীছড়া, মোরশেদুল আলম রিসোর্স কর্মকর্তা জুরাছড়ি।