জুরাছড়ির পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

103

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

বিগত ৬ দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকা। এতে বেশ কিছু বসতি-ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়। এসব মানুষ খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছে। মঙ্গলবার বিকাল বিকেলে ২ নং বনযোগীছড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ করেছে জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুঃ জাকির হোসেন, তাপস দেওয়ান সহ সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য রতন বিকাশ চাকমা। উপজেলা চেয়ারম্যান জানান, ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেওয়া হয়েছে, বন্যায় দূর্গতরা যাহাতে অভুক্ত না থাকেন সেজন্য বন্যায় কবলিত এলাকার মানুষের মাঝে এসব ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে।