জুরাছড়ি উপজেলা সফরে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দল

143

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় নির্বাচন সামনের রেখে দলীয় তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে উপজেলা সফর শুরু করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দল। সোমবার (২৮ আগস্ট) রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ হাজী মুছা মাতব্বরের নেতৃত্বে জেলা কমিটির প্রতিনিধি দল জুরাছড়ি উপজেলা সফর করেন।
এ সময় শোকের মাস ঘিরে প্রতিনিধিদল প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে জেলা পরিষদ বিশ্রামাগারে শোক দিবস ঘিরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায়য় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা ও অভয় প্রকাশ চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মুছা মাতব্বর বলেন, বিএনপি সরকারের সময় মনি স্বপন দেওয়ান পার্বত্য এলাকায় কোথাও উন্নয়ন দেখাতে পারেনি, আর বর্তমান সরকারের সময়ে দীপংকর তালুকদার দৃশ্যমান উন্নয়ন করে যাচ্ছে। তিনি আরো বলেন, বিগত সময়ে জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাঙামাটির ১০ উপজেলায় বিন্দু মাত্র ও উন্নয়ন দেখাতে পারেনি তাই উন্নয়ন চাইলে আওয়ামী লীগ প্রার্থীকেই আবারও জয়যুক্ত করতে হবে। এ জন্য সকল বাধা বিপত্তি উপেক্ষা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি।