জুরাছড়িকে ভিক্ষুক মুক্ত ঘোষণা দিলেন ডিসি মান্নান

536

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

রাঙামাটির জুরাছড়ি উপজেলাকে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা দিলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ মানজারুল মান্নান। সোমবার সকালে জেলা পরিষদ বিশ্রমাগারে  ভিক্ষুক মুক্ত কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ডিসি মান্নান এসময় সরকারের পাশা-পাশি ভিক্ষুক মুক্ত কর্মসূচীতে বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য আহব্বান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরী সভাপতিত্বে ও রির্সোস কর্মকর্তা মোরশেদুল আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয়জয় চাকমা, উপজেলার ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,জুরাছড়ি থানা অফিসার্স ইন্সর্সাচ মোঃইউসূফ সিদ্দিকী (পিপিএম), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিপাশ খীসা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

বক্তব্য শেষে উপজেলার  ৬জন ভিক্ষুকদের মাঝে গাভী,ছাগল,সেলাই মেশিনসহ নগদ অর্থ বিতরণ করেন অতিথিরা।

অপরদিকে একইদিন  ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জে এস সি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত এবং এস এস সি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি মান্নান। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে  ক্রেস ও বৃত্তি প্রদান করা হয়।