জুরাছড়িতে অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

362

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনূর্ধ ১৭ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে শুরু হয়েছে। প্রথম দিনে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় এবং সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ে বালিকা দল অংশ গ্রহণ করেন। খেলার মধ্যাহ্ন বিরতির পর ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা দল সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে।

খেলার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ খেলোয়ারদের পরিচিত হওয়ার সময় বলেন, এ প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার ক্রীড়ার ক্ষেত্রে অনেক সুনাম রয়েছে। ভবিষ্যতে জুরাছড়ি উপজেলার ছেলে মেয়েরা ক্রীড়ার ক্ষেত্রে সারাদেশের ন্যায় যাহাতে বিশ্বের দরবারে পরিচিত লাভ করতে পারেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।

অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট জুরাছড়ি উপজেলায় আগামী ২৯ শে মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।