জুরাছড়িতে কুষ্ঠ রোগ বিষয়ে এ্যাডভোকেসী সভা

724

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলায়  ১নং ইউনিয়ন পরিষদ কার্যলয়ে কুষ্ঠ রোগ বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গরবার সকালে অনুষ্ঠিত এ এ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা, ইংল্যান্ড থেকে আগত প্রোগ্রাম লিডার ঔধসবং চববনষবং, ঔধসবং ঝধসঁহধষ,জন অর্পন সমাদ্ধার, প্রজেক্ট ম্যানাজার পরশ চাকমাসহ অত্র
ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি।

সভায় বক্তারা বলেন,কুষ্ঠ একটি জীবানু ঘটিত একটি মৃদু সংক্রামক রোগ হিসেবে অবহিত করেন। কুষ্ঠ রোগ হলে  কেউ যেন অবহেলার স্বীকার না হয় সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিসহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

এ্যাডভোকেসী সভা শেষে ১নং ইউনিয়নের আওয়াতা ভুক্ত আমতলী মানব কল্যাণ সমিতির পরির্দশন করেছেন বলে জানিয়েছেন উপজেলা ল্যাপপ্রোসি প্রোগ্রামের দায়িত্বরত কর্মকর্তা শাক্য সিংহ চাকমা।