জুরাছড়িতে খোলাবাজারে চাউল বিক্রি উদ্বোধন

178

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলায় বৃহস্পতিবার ( ১লা সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, তদারক কারী কর্মকর্তা ও ইউ আর সি মোরশেদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রমনী মোহন চাকমা, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন লাল চাকমা প্রমূখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রমনী মোহন চাকমা জানান, জুরাছড়ি উপজেলায় চার ইউনিয়নের মধ্যে জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নের জন্য মোঃ আবুল কাশেম কে ডিলার নিয়োগ করা হয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী টিসিবি কার্ডধারীগণ প্রতিজন ৫ কেজি করে ৩০ টাকা হারে চাল ক্রয় করতে পারবে। এবং ওএমএস দোকান শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

ডিলার মোঃ আবুল কাশেম বর্তমান বাজারে চাউলের উর্দ্ধগতির কারণে প্রতিদিন চারশত জনের কাছে এসব চাল দ্রুত সময়ের মধ্যে বিক্রয় করা যাবে।