॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
নানা কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সারাদেশের ন্যায় জুরাছড়ি উপজেলায় শিক্ষক দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে শিক্ষক দিবসে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জায়েদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুরেশ কুমার চাকমা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির কারিগড়। শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই তাই বর্তমান সরকারের সময়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সমতল থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় দৃশ্য মান বিদ্যালয় অবকাঠামো ভবন নির্মাণ করা হচ্ছে। তাই পাহাড়ের প্রত্যন্ত এলাকার শিশুরা যাহাতে সঠিক মানসম্মত শিক্ষা পাই শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।
শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজনে সহযোগিতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শিক্ষক দিবসে বক্তব্য রাখেন, ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক শান্তি ময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা, ইউআরসি মোরশেদুল আলম, সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমা, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুগত চাকমা প্রমূখ। আলোচনা সভায় সঞ্চালনা করেন পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা।