জুরাছড়িতে ফলজ চারা, টিন মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

351

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় জুরাছড়ি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ বনজ চারা স্কুল ক্লাব সমূহের মাঝে ক্রীড়া সামগ্রী, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন এবং কাল বৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতারুজ্জামান ফয়সাল পিএসসি।

জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ,অফিসার ইনচার্জ শফিউল আজম, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা সহ উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। প্রধান অতিথি জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতারুজ্জামান ফয়সাল পিএসসি বলেন,বঙ্গবন্ধু নেতৃত্বে এ স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছি, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। তাই এ প্রত্যন্ত এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য অনুরোধ করেন। তিনি অরো বলেন,বর্তমানে অনেক জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাই পরিবেশকে রক্ষা করতে হলে বেশী করে গাছের চারা রোপন করার জন্য কৃষকদের প্রতি পরামর্শ প্রদান করেন। এছড়াও ইউনিয়ন পরিষদ এবং ধর্মীয় উপসনালয়ে তাবু বিতরণ করা হয়।