জুরাছড়িতে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

244

॥ জুরাছড়ি উপজেলা ॥

বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট জুরাছড়ি উপজেলায় আজ ২৮ জুন ২০২২ সকালে উপজেলা পরিষদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পর্যায়ে পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে হাজ্যামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে মেয়েদের মধ্যে ট্রাইবেকারে সামিরামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে পেরাছড়িমূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।