জুরাছড়িতে বৌদ্ধধর্মীয় সভা

291

p......5

জুরাছড়ি প্রতিনিধি- ২৭ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বিশিষ্ট শিক্ষাবিদ ড: এফ দীপংকর মহাথের জুরাছড়িতে আগমন উপলক্ষে ধর্মসভার আয়োজন করা হয়েছে। বুধবার এই ধর্মসভা অনুষ্ঠিত হয়। জুরাছড়ি উপজেলার ৩নং মৈদং ইউনিয়নের হাজাছড়িগ্রামে এই ধর্মসভার আয়োজন করা হয়।

সকালে পিন্ডদান ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে শুরুতে পূণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, নানাবিধদানসহ নানা পূণ্যানুষ্ঠান সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি, বিলাইছড়ি ও রাঙামাটি সদর উপজেলাসহ প্রায় ১৫ হাজারের অধিক স্বধর্ম পূণ্যার্থীবৃন্দ।

দেশনাকালে ড: এফ দীপংকর মহাথের বলেন, সর্বজীবের প্রতি দয়াবান হতে হবে। ত্রিপিটক খন্ডকে শুধু পাঠ্যপুস্তকে থাকলে হবে না, তা সঠিকভাবে চর্চাকরে নির্বান পথ লাভের অধিকারী হতে হবে। তিনি আরো বলেন, নিজের সুখকে ভোগ না করে নির্বাণ পথের যাত্রী হতে হবে। সকল পূণ্যার্থীদের বুদ্ধের নীতিকে অনুসরণ করার আহ্বান জানান তিনি।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান