জুরাছড়িতে স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

294

॥ স্মৃতিবিন্দু চাকমা ॥
জুরাছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভার আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ।

বক্তরা বলেন,ঘনঘন হাত ধোয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে বিভিন্ন স্থানে জনস্বার্থে বেসিংয়ের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। জনগণ যাহাতে নিরাপদ পানি ব্যবহার করতে পারে সে লক্ষ্যেও জনস্বাস্থ্য বিভাগ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পূর্ণেন্দু চাকমা জানান,এ মহামারি করোনা খালিন সময়ে আমাদের বিভাগ কর্তৃক যা কিছু নির্দেশনা রয়েছে সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান,জুরাছড়ি উপজেলায় জনসংখ্যা অনুপাতে ওয়াটার কাভারেস হচ্ছে ৬৪%২৬ স্যানিটেশন কাভারেস ৭০ বলে জানান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কমুার নাথ,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। আলোচনা সভা শেষে প্রত্যেক ইউনিয়নে পানি বিশুদ্ধকরণ পাউডার ৩ হাজার করে মোট ১২ হাজার প্যাকেট বিতরণ করা হয়।